What is the father of information technology? তথ্য প্রযুক্তিতে কে কিসের জনক ?
তথ্য প্রযুক্তির কে কিসের জনক ?
তথ্য ও প্রুযুক্তি যুগে আমরা সবাই মোটামুটি ভাবে সব কিছু জানি। তথ্য ও প্রুযুক্তি এমন কিছু বিষয় আছে যা আমরা সাধারনত জেনেও জানতে চাইনা বা ইচ্ছা করে না।আথচ এগুলো নিয়ে আমরা সারা দিন পরে থাকি। আর এই তথ্য ও প্রুযুক্তির যুগে আমাদের কে বদলে দিয়েছে সব আ আমরা কল্পনা করতে পারিনা।প্রুযুক্তি আমাদেরকে এখন সব কিছু হাতের মোঠুই এনে দিয়েছে।
ঁ Google এর জনকঃ সার্জেই বিন।
ঁ Internet Search Engine জনকঃ এলান এমটাজ ।
ঁ Internet Search Engine জনকঃ এলান এমটাজ ।
ঁ Internet এর জনকঃ ভিন্টন গ্রে কার্ফ।
ঁ E-mail এর জনকঃ রে টমলিনসন।
ঁ Microsoft এর জনকঃ – বিল গেটস।
ঁ Computer Mouse এর জনকঃ – ডগলাস এঙ্গেলবার্ট।
ঁ Laptop এর জনকঃ – বাল মেগারিজ।
ঁ Wikipedia প্রতিষ্ঠাতাঃ – জিমি ওয়েলস।
ঁ Mobile Phone এর জনকঃ – মার্টিন কুপার।
ঁ Digital Camera এর জনকঃ – স্টিভেন জে সিসোন।
ঁ www-এর জনক – টিম বার্নাস লি।
ঁ লেজার (Light Amplification by Stimulated Emission of Radiation) এর জনকঃ থিওডোর মেইম্যান।
ঁ CD এর জনকঃ – নোরি ও ওগো।
ঁ ATM(Automated teller machine)-এর জনকঃ – জন শেফার্ড ব্যারন।
ঁ e book এর জনকঃ – মাইকেল এস হার্ট।
ঁ ইউটিউব(YouTube) এর জনক: চ্যাড হারলি, ষ্টীভ চ্যান আর বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।
ঁ Facebook এর জনকঃ মার্ক জুকারবার্গ।
ঁ Twitter এর জনকঃ – জ্যাক ডোরসেই।
No comments