Basic HTML
এইচটিএমএল(৫) টিউটোরিয়াল
বর্তমানে একজন অতি সাধারণ মানুষেরও একটি নিজস্ব ওয়েব সাইট থাকে।
এইচটিএমএল এর মাধ্যমে আপনি আপনার এই নিজস্ব ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন।
আমাদের এই টিউটোরিয়ালটি আমরা খুবই সহজভাবে উপস্থাপন করেছি যেন আপনিও খুব সহজেই পুরো এইচটিএমএল শিখতে পারেন এবং নিজের ওয়েবসাইটটি তৈরি করতে কোন ডেভেলপার ভাড়া না করে নিজেই করতে পারেন।
এইচটিএমএল শেখা খুবই সহজ এবং আশা করি আপনি আমাদের এই টিউটোরিয়ালটি উপভোগ করবেন।
আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড
copy
করার একটি অপশন দেখতে পাবেন। copy
অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।
আপনি আপনার এডিটর ওপেন করে copy করা কোড paste করতে পারবেন। এছাড়া উদাহরণ সেকশনের নিচে উদাহরণের ফলাফলও দেখানো হয়েছে।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল উদাহরণ</title>
</head>
<body>
<h1>এটি একটি হেডিং</h1>
<p>এটি একটি প্যারাগ্রাফ।</p>
</body>
</html>
No comments