Header Ads

The number of satellites in space মহাশূন্যে স্যাটেলাইট সংখ্যা

মহাশূন্যে স্যাটেলাইট সংখ্যা কোন দেশের কয়টি ?


Bangabandhu 1 Satellite Project: দীর্ঘ প্রতীক্ষার পর উৎক্ষেপণ হল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি (Bangabandhu 1 Satellite Project)। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণে বাংলাদেশ পা রাখলো স্যাটেলাইট ক্লাবে।প্রথম বার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় বার এ গিয়ে সফল হল উৎক্ষেপণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি (Bangabandhu 1 Satellite Project) । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার(Kennedy Space Center in Florida) থেকে এই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি (Bangabandhu 1 Satellite Project) উৎক্ষেপণ করা হয়েছে সফলভাবে।এবং এর সাথে সাথে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ।প্রযুক্তিকে আর উন্নত করে বাংলাদেশকে নিয়ে গেল বৈপ্লবিক পরিবর্তনে।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট (Bangabandhu 1 Satellite Project) সহ বর্তমানে আর ২ হাজার ২শটির ও বেশী স্যাটেলাইট রয়েছে কক্ষপথে।

মহাশূন্যে স্যাটেলাইট সংখ্যা কোন দেশের কয়টি


স্যাটেলাইট উৎক্ষেপণ এর একটি সংস্থা যারা নাকি এটা নিয়ে কাজ করে থেকে তাদের ত্যথ মতে, মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ কোন দেশের কয়টি রয়েছেঃ
রাশিয়া ভূক্ত দেশগুলোর সম্মিলিত স্যাটেলাইট সংখ্যা হল ১৫০৪টি।
United States of America 1616.
China 298.
Japan 172.
 France 68.
India 88.
Turkey 14.
Pakistan 3.
Saudi Arabia 13.
South Korea 24.
Spain 23.
Britain 42.
Bangladesh 1
এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কিছু স্যাটেলাইট কক্ষপথে অবস্থান করছে।

No comments

Powered by Blogger.