HTML Comment এইচটিএমএল কমেন্ট
এইচটিএমএল কমেন্ট
এইচটিএমএল কমেন্ট ট্যাগ
ট্যাগ | বিবরণ |
---|---|
<!-- --> | এইচটিএমএল এলিমেন্টকে কমেন্ট করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়। |
সিন্টেক্স
<!-- এখানে আপনার কমেন্ট লিখুন -->
নোটঃ কমেন্ট করা এলিমেন্টসমূহ ব্রাউজারে প্রদর্শিত হয় না। কিন্তু কমেন্ট এর মাধ্যমে সোর্স কোডের মধ্যে অতিরিক্ত তথ্য লেখা যায়। যা আপনার এইচটিএমএল সোর্স কোড ডকুমেন্টকে পরবর্তী সময় পড়তে বা বুঝতে সাহায্য করবে।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল কমেন্ট</title>
</head>
<body>
<!--নিচের প্যারাগ্রাফটি বাংলাদেশ সম্পর্কে-->
<p>বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র।</p>
</body>
</html>
ফলাফল
শর্তযুক্ত কমেন্ট
এইচটিএমএলের মধ্যে আপনি শর্তযুক্ত কমেন্টও ব্যবহার করতে পারেনঃ
<!--[if IE 8]>
এইচটিএমএল ট্যাগ
<![endif]-->
যেসকল ট্যাগ ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে সাপোর্ট করেনা, সেসকল ট্যাগের বিকল্প হিসেবে কমেন্টের মধ্যে ট্যাগ নির্ধারণ করে দিতে পারেন। এতে করে যখন এই কোডগুলো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে রান হবে তখন কমেন্টের মধ্যের ট্যাগগুলো সঠিকভাবে প্রদর্শিত হবে।
অধ্যায়ের সারাংশ
- এইচটিএমএল
<!-- -->
এলিমেন্ট কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। - ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এলিমেন্ট সেট করার জন্য কমেন্ট ব্যবহার করা হয়।
No comments