Header Ads

HTML Style Atributes এইচটিএমএল স্টাইল এট্রিবিউট

Image result for html style attributes

এইচটিএমএল স্টাইল এট্রিবিউট



style এট্রিবিউট

এইচটিএমএল এলিমেন্টকে তিনভাবে স্টাইল করা যায়। যথাঃ
  • ইনলাইন(inline) স্টাইল
  • ইন্টারনাল(internal) স্টাইল
  • এক্সটার্নাল(external) স্টাইল
ইনলাইন(inline) স্টাইল করার জন্য এইচটিএমএল style এট্রিবিউট ব্যবহার করা হয়। style এট্রিবিউটেও সিএসএসের সকল প্রোপার্টি ব্যবহার করা যায়।

সিন্টেক্স

<tagname style="css-property: css-value;">content</tagname>


style এট্রিবিউট ব্যবহার করে টেক্সটের কালার সেট

color প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের টেক্সটকে কালার করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
 <title>এইচটিএমএল style এট্রিবিউট</title>
</head>
<body>
 <p style="color: teal;">style এট্রিবিউট এর মাধ্যমে এই প্যারাগ্রাফ এর কালার টিল করা হয়েছে।</p>
</body>
</html>

ফলাফল


style এট্রিবিউট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার সেট

background-color প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
 <title>এইচটিএমএল style এট্রিবিউট</title>
</head>
<body style="background-color: teal;">
 <p>এটি একটি প্যারাগ্রাফ।</p>
</body>
</html>

ফলাফল


style এট্রিবিউট ব্যবহার করে ফন্ট নির্ধারণ

font-family প্রোপার্টির মাধ্যমে এইচটিএমএল এলিমেন্টের ফন্ট নির্ধারণ করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
 <title>এইচটিএমএল style এট্রিবিউট</title>
</head>
<body>
 <p style="font-family: courier;">This is a paragraph.</p>
 <p style="font-family: helvetica neue, Helvetica;">This is a paragraph.</p>
</body>
</html>

ফলাফল


style এট্রিবিউট ব্যবহার করে টেক্সট সাইজ সেট

font-size প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের টেক্সটের আকার নির্ধারণ করা করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
 <title>এইচটিএমএল style এট্রিবিউট</title>
</head>
<body>

 <p style="font-size:24px">এটি একটি প্যারাগ্রাফ।</p>
 <p style="font-size:10px;">এটি একটি প্যারাগ্রাফ।</p>

</body>
</html>

ফলাফল


style এট্রিবিউট ব্যবহার করে টেক্সট এলাইনমেন্ট(alignment) সেট

text-align প্রোপার্টির মাধমে এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্টের অবস্থান নির্ধারণ করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
 <title>এইচটিএমএল style এট্রিবিউট</title>
</head>
<body>

 <p style="text-align: center;">এই প্যারাগ্রাফটি মাঝে থাকবে।</p>
 <p style="text-align: right;">এই প্যারাগ্রাফটি ডানে থাকবে।</p>

</body>
</html>

ফলাফল




অধ্যায়ের সারাংশ

  1. এইচটিএমএল এলিমেন্টকে ইনলাইন স্টাইল করার জন্য style এট্রিবিউট ব্যবহার করা হয়।
  2. টেক্সটের কালার সেট করার জন্য color প্রোপার্টি ব্যবহার করা হয়।
  3. ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য background-color প্রোপার্টি ব্যবহার করা হয়।
  4. টেক্সটের ফন্ট নির্ধারণের করার জন্য font-family প্রোপার্টি ব্যবহার করা হয়।
  5. টেক্সটের সাইজ নির্ধারণ করার জন্য font-size প্রোপার্টি ব্যবহার করা হয়।
  6. কন্টেন্টের অবস্থান নির্ধারণ করার জন্য text-align ব্যবহার করা হয়।

No comments

Powered by Blogger.