The Smallest Computer in The World বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার দেখতে চালের মত
তবে বিষেশ করে এত আছে, RAM, PROCESSOR, Wireless transmitter,Receiver,Photovoltaic.মতো যন্ত্রপাতি।তবে এই যন্ত্রটিকে বিজ্ঞানী দল পুরু কম্পিউটার বলতে মত দেয়নি।
গবেষনা করে এবং পরীক্ষানিরীক্ষা চালানোর পর গবেষকরা বলতে পারবেন যে এর সম্পূর্ণ কার্যকারিতা। তবে ডেস্কটপ যেমন পাওয়ার ছাড়া যে কোন ডাটা বেড় করে নিতে পারে কিন্তু এই ছোট্ট কম্পিউটারে তা সম্ভব নয়। এর সুইচ বন্ধ হয়ে যাওযার সাথে সাথে সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে বলা হয়েছে।তবে এর মাঝে আলোর মাধ্যমেই তথ্য আদান প্রদান হয়।
No comments