Header Ads

The Smallest Computer in The World বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার 

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার দেখতে চালের মত
প্রযুক্তির সাথে তাল দিয়ে এবার বাজারে এল চালের দানার মত দেখতে ‘ক্ষুদ্রতম’ কম্পিউটার যন্ত্র যা তৈরি করলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এটি দেখতে অনেকটা ০.৩ মিলিমিটার যার নাম দেয়া হয়েছে মিশনগান মাইক্রো মোট।
তবে বিষেশ করে এত আছে, RAM, PROCESSOR, Wireless transmitter,Receiver,Photovoltaic.মতো যন্ত্রপাতি।তবে এই যন্ত্রটিকে বিজ্ঞানী দল পুরু কম্পিউটার বলতে মত দেয়নি।
গবেষনা করে এবং পরীক্ষানিরীক্ষা চালানোর পর গবেষকরা বলতে পারবেন যে এর সম্পূর্ণ কার্যকারিতা। তবে ডেস্কটপ যেমন পাওয়ার ছাড়া যে কোন ডাটা বেড় করে নিতে পারে কিন্তু এই ছোট্ট কম্পিউটারে তা সম্ভব নয়। এর সুইচ বন্ধ হয়ে যাওযার সাথে সাথে সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে বলা হয়েছে।তবে এর মাঝে আলোর মাধ্যমেই তথ্য আদান প্রদান হয়।

No comments

Powered by Blogger.