Jquery Tutorial জেকুয়েরি টিউটোরিয়াল
জেকুয়েরি টিউটোরিয়াল

জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরী। এটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংকে অনেক সহজ করে তুলেছে।
জেকুয়েরি শেখাও অনেক সহজ। আমাদের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা খুব সহজভাবে জেকুয়েরি লাইব্রেরীকে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আপনারও বুঝতে সুবিধা হয়।
আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড
copy করার একটি অপশন দেখতে পাবেন। copy অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরি উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
$("button").click(function(){
$("p").hide();
});
});
</script>
</head>
<body>
<h2>এটি একটি হেডিং।</h2>
<p>এটি একটি প্যারাগ্রাফ।</p>
<p>এটি অন্য আরেকটি প্যারাগ্রাফ।</p>
<button>ক্লিক করুন</button>
</body>
</html>
ফলাফল
জেকুয়েরি উদাহরণ
উদাহরণের মাধ্যমে জেকুয়েরি শিখুন! কেননা একটি উদাহরণ এক হাজার শব্দের চেয়েও উত্তম। আমাদের জেকুয়েরি টিউটোরিয়ালে অসংখ্য উদাহরণ দেখতে পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই জেকুয়েরি শিখতে পারবেন।

No comments