Header Ads

AngularJS টিউটোরিয়াল

AngularJS টিউটোরিয়াল



AngularJS নতুন এট্রিবিউটের মাধ্যমে এইচটিএমএল এলিমেন্টকে বর্ধিত করে। সিঙ্গেল পেজ এপ্লিকেশনের(SPA) জন্য AngularJS একটি স্বয়ংসম্পূর্ণ জাভাক্রিপ্ট ফ্রেমওয়ার্ক।
AngularJS সহজ হওয়ায় আপনিও খুব সহজেই এটি শিখতে পারবেন।

আমাদের টিউটোরিয়াল

আমাদের এই টিউটোরিয়ালটি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন আপনি খুব দ্রুত এবং ভালভাবে AngularJS শিখতে পারেন।
প্রথমেই আমরা আপনাকে AngularJS এর ব্যাসিক বিষয় শিখতে সাহায্য করবো। যেমন: ডিরেক্টিভ , এক্সপ্রেশন , ফিল্টার , মডিউল এবং কন্ট্রোলার ইত্যাদি।
তারপরে AngularJS এর অন্য সকল প্রয়োজনীয় বিষয়গুলি শিখতে পারবেন।
যেমনঃ ইভেন্ট, ডোম , ফর্ম , ইনপুট , ভ্যালিডেশন , এইচটিটিপি ইত্যাদি।



আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড copy করার একটি অপশন দেখতে পাবেন। copy অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।
আপনি আপনার এডিটর ওপেন করে copy করা কোড paste করতে পারবেন। উদাহরণ সেকশনের নিচে উদাহরণের ফলাফলও দেখানো হয়েছে।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <script src="http://ajax.googleapis.com/ajax/libs/angularjs/1.6.5/angular.min.js">
    </script>
    <title>AngularJS উদাহরণ</title> 
</head>
<body> 

<div ng-app="">
  <p>নামঃ <input type="text" ng-model="name"></p>
  <p ng-bind="name"></p>
</div> 

</body> 
</html> 

ফলাফল

দেরি না করে চলুন এখনই Angular Jsশেখা শুরু করি!

এই টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে কি কি বিষয় জানতে হবে?

AngularJS শেখা শুরু করার পূর্বে আপনাকে নিচের বিষয়গুলো জানতে হবে:
  1. HTML- ওয়েব পেজের কন্টেন্ট।
  2. CSS- ওয়েব পেজের নকশা।
  3. Javascript- ওয়েব পেজের কাজের ধারা।

AngularJS এর ইতিহাস

২০০৯ সালে গুগল কর্মকর্তা মিসকো হোভারী সর্বপ্রথম AngularJS নিয়ে কাজ শুরু করেন।
২০১২ সালে AngularJS ভার্সন ১.0 ডেভলপারদের জন্য উন্মুক্ত করা হয়।
তার এই আইডিয়াটি খুব সমাদৃত এবং গুগল এখন এটাকে অফিসিয়ালি সাপোর্ট দিচ্ছে।

No comments

Powered by Blogger.