ধাপ-1
আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সে ভিডিওটি ইউটিউবে চালু করুন।
ধাপ-2
এবার ব্রাউজারের ভিডিও লিঙ্কটাতে যান। এরপর youtube.com/…. লেখাটির আগে 10 লিখুন। সুতরাং লেখাটি হবে 10youtube.com/….। এরপর Enter চাপুন।
ধাপ-3
নতুন একটি সাইট লোড হবে। সেখানে আপনার ঐ ভিডিওটির লিঙ্ক সহ একটি Downoad অপশন দেখতে পারবেন। এরপর Download বাটনে ক্লিক করুন।
ধাপ-4
এবার ভিডিওটির বিভিন্ন ফরম্যাটের ডাউনলোড অপশন প্রদর্শন করবে। যেমন FLV, MP4, 3GP ইত্যাদি। আপনি আপনার পছন্দমত ফরম্যাট অনুযায়ী Download বাটনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করুন।
অনেক হাই কোয়ালিটি ভিডিও রয়েছে যেগুলি ডাউনলোড ম্যানেজার অটোমেটিক্যালি ক্যাপচার করেনা। ফলে সেসব ভিডিও ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করা যায় না। কিন্ত আপনি এ পদ্ধতিতে ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুগণ উপরোক্ত নিয়মানুযায়ী খুব সহজেই ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ইউটিউব ভিডিও।
No comments