Header Ads

Website Security

Related image

Website Security--

  1. SSL ( Secure Sockets Layer ) কানেকশন ব্যবহার করুনঃ নিরাপদে আপনার আ্যকাউন্ট আ্যকশেস করার জন্য একটি নতুন ওয়েব ব্রাউজার খুলুন (যেমনঃ ইন্টারনেট এক্সপ্লোরার বা নেটস্কেপ প্রভৃতি) এবং আপনার সাইটের URL লিখুন নিন্মলিখিত পদ্ধতিতেঃ
https://www.Webname.com/.

Password Safety-

  1. কখনো পাসোয়ার্ড শেয়ার করবেন নাঃ কোনো ওয়েব সাইট নির্মাতা কখোনই পাসোয়ার্ড জানতে চায় না। তাই সর্বদা সতর্ক থাকুন। আপনার যদি কখোনো মনে হয় আপনার পাসোয়ার্ড অন্ন্যের হাতে চলে গেছে, তবে সময় নস্ট না করে তৎক্ষনাত পাসোয়ার্ড বদলে ফেলুন।
  2. মজবুত এবং প্রচলিত নয় এমন পাসোয়ার্ড ব্যবহার করুনঃ এমন পাসোয়ার্ড ব্যবহার করুন যার মধ্যে থাকবে একিই সঙ্গে লেটার, নম্বর এবং সাংকেতিক চিহ্ন। যেমনঃ $coo!place2l!ve or 2Barry5Bonds#1। দয়া করে নিকনেম, জন্ম তারিখ এই সমস্ত প্রচলিত পাসোয়ার্ড সজত্নে এড়িয়ে চলুন। এবং বারবার পাসোয়ার্ড ভুলে যাওয়া অভ্যাস ত্যাগ করুন।
  3. বিভিন্ন পাসোয়ার্ড ব্যবহার করুনঃ একিই পাসোয়ার্ড সকল অনলাইন (যেমনঃ AOL, eBay, MSN, or Yahoo) সাইটের ক্ষেত্রে ব্যবহার করবেন না। একিই পাসোয়ার্ড সকল অনলাইন সাইটের ক্ষেত্রে ব্যবহার করলে, একটি আ্যকাউন্ট যদি হ্যাকিং এর কবলে পড়ে তাহলে আপনার সকল আ্যকাউন্টই দ্রুত কপি হয়ে যাবে, আপনি দ্রুত সকল আ্যকাউন্ট এর পাসোয়ার্ড পরিবর্তন করতে পারবেন না।

No comments

Powered by Blogger.