Header Ads

Solve problems related to software সফটওয়্যার জনিত সমস্যা সমাধান

Solve problems related to software সফটওয়্যার জনিত সমস্যা সমাধান:

এখন আমরা জানবো কি ভাবে আমরা কম্পিউটারের সফটওয়্যার জনিত যে কোন সমস্যা সমাধান করতে পাড়ি। আপনি মনে করেন আপনার কম্পিউটার এর এমএস ওয়ার্ড এ কিছু সেটিংস আপনার অজান্তে পরিবর্তন হয়েছে যে কারনে আপনি কাজ করতে  পাছেন্না বা সমস্যা হচ্ছে  বা আপনার পিসিটি সাউন্ড দিচ্ছেনা বা উইন্ডোস যনিত কোন সমস্যা । চলুন এবার আমরা আমাদের পিসিটির সমস্যা সমাধান করি, আপনি যদিও ভালো অপারেটর নন তবুঔ আমার করেতে পারি। এজন্য উইন্ডোজ আপনাদের দিয়েছে system Restore - এটা আসলে পূবের কোন তারিখে আপনাপর পিসিটি কে নিয়ে জাবে ঠিক সেই তারিখে আপনার পিসিটি যে অবস্থায় ছিল। হতে পারে এমন একটি তারিখ যে তারিখে আপনার পিসিটিতে কোন সমস্যা ছিলনা। চুলুন তাহলে এখন আমরা system Restore- এই কাজটি সম্পাদন করি। Start এ ক্লিক করুন-তার পর-programs-তার পর-Accessories- তার পর- system tools-তার পর-system Restore-এ ক্লিক করুন 
  এখন আমার Create a Restore point-তৈরি করে রাখবো) (এটা পূবেই করে রাখতে হয়। তার পর এই পয়েন্টে সিস্টেম রিস্টুর করতে হয়। এই তারিখে আপনার কম্পিউটার যে অবস্থায় থাকবে ঠিক সিই অবস্থায় আপনি আপনার কম্পিউটারটি কে পাবেন) Create a Restore point-এর পর -Next-তার পর Restore point Discretion-এখানে কিছু একটা লিখতে হয়। যেমন এখানে আমি লিখলাম Good Health-তার পর close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এতখন আমরা করলাম রিস্টুর পয়েন্ট । এই পয়েন্ট আমার রিস্টুর করবো।

Create a Restore point
এখন আমার  সিস্টেম রিস্টুর প্রক্রিয়া দেখবো : Start এ ক্লিক করুন-তার পর-programs-তার পর-Accessories- তার পর- system tools-তার পর-system Restore-এ ক্লিক করুন । Restore my computer an earlier time- এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় Next বাটনে ক্লিক করুন।


select a restore point- এখানে মার্ক করা একটি তারিখ সিলেক্ট করবো যেটি আমরা পূবে তৈরি করে রেখেছিলাম-তার পর Next-বাটনে ক্লিক করুন।
Restore point select

এই কমানটি করারা পর আপনার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে এবং লোড হলে ৩-৫ মডনিট সময় নিতে পারে আপনি ধয্য সহকারে অপেক্ষা করুন তার পর -Restoration complete- একটি মেসেজ আসবে-আপনি কুনসংকুচ না করে OK বাটনে ক্লিক করুন।



আপনি যদি কাজটি ঠিকমত করে থাকেন তাহলে আপনার কাজটি সমপন্ন হয়েছে।আশাকরি এভাবে আপনার কম্পিউটারের সমস্যার সমাধান করবেন।***এখাত্রে মনে রাখেত হবে restore করতে হবে শুধু C Drive অন্যগুলো নয় সে জন্য আমার my computer এ মাউচ এর ডান বাটনে ক্লিক করবো তার পর properties- এক্লিক করবো-এখান থেকে General এর নিচে System Restore টেবে ক্লিক করুন।


সে খান থেকে সি ড্রাইব বেতিত অন্য সকল ড্রাইভ পর্যয়ক্রমে সিলেক্ট করে settings -এ ক্লিকরে -Turn of system restore on this Drive তার পর OK পর OK কের বেরিয়ে আসুন

No comments

Powered by Blogger.