Java Array এরে
এরে
## এরে (Array)
এরে হচ্ছে একধরণের কন্টেইনার অবজেক্ট যা অনেকগুলো একিধরণের ডাটা টাইপের এর একটি ফিক্সড সাইজের ভ্যালু ধরে রাখতে পারে।
এরে ডিক্লার করার জন্যে প্রথমে ডাটাটাইপ (কি ধরণের ডাটাটাইপ রাখবে) এর সাথে ([]) স্কয়ার ব্র্যাকেট তারপর এর একটি ভেরিয়েবল নাম দিতে হয়।
জাভাতে দুই ধরনের এরে রয়েছে ১/ সিঙ্গেল ডাইমেনশনাল এরে ২/ মাল্টিডাইমেনশনাল এরে
সিঙ্গেল ডাইমেনশনাল এরে কে আমরা এইভাবে ডিক্লিয়ার করতে পারিঃ
//একটি ইন্টিজার এরেint[] anArray;
তবে স্কয়ার ব্র্যাকেট ভেরিয়েবল নাম এর পরেও দেওয়া যেতে পারে - উদহরণ-
int anArray[];
এভাবে আমরা অন্য ডাটাটাইপ এর অ্যারে লিখতে পারি -
এরে একটি অবজেক্ট, সুতরাং একে নিউ(new) অপারেটর দিয়ে প্রথমে ক্রিয়েকট করতে হবে।
এই স্ট্যাটমেন্ট যদি না লেখা হয় তাহলে প্রোগ্রামটি কম্পাইল হবে না।
এরপর আমরা এর এর ভেতর ভ্যাল্যু রাখতে পারি।
anArray[0] = 100; //এখানে প্রথম ভ্যাল্যু রাখা হলanArray[1] = 200; // এভাবে দ্বিতীয় ভ্যালুanArray[2] = 300; // এভাবে বাকি গুলো
জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিরো বেজড নাম্বারিং( ইনডেক্স শুন্য থেকে শুরু ) করা হয়ে থাকে। অর্থাৎ, এরের এই ভ্যালুগুলো যদি পড়তে চাই তাহলে -
System.out.println("Element 1 at index 0: " + anArray[0]);System.out.println("Element 2 at index 1: " + anArray[1]);System.out.println("Element 3 at index 2: " + anArray[2]);
এছাড়াও এরে লেখার শর্টকাট পদ্ধতি আছে -
int[] anArray = {100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000};
একটি এরে এর মধ্যে আরেকটি অ্যারে রাখা যেতে পারে - নিচে মাল্টিডাইমেনশনাল এরে এর ডিক্লিয়ারেশন এবং ভ্যালু এসাইন করার একটি পদ্ধতি দেখানো হল ।
int[][] anArray = {{1, 2, 3}, {4, 6, 7}, {8, 9}};
আমরা যদি একটি এরে এর লেন্থ বা সাইজ জানতে চাই তাহলে –
int length = anArray.length;
সুবিধাঃ এরেতে আমরা খুব সহজে ডেটা গুলোকে ছোট থেকে বড় - বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে পারি । খুব সহজেই যেকোনো ইনডেক্সে এক্সেস নিতে পারি । অসুবিধাঃ এরের সাইজ আগে থেকে বলে দিতে হয় এবং এটি ফিক্সড সাইজ তাই রানটাইমে আমরা এটার সাইজ বাড়াতে পারিনা । অবশ্য এই সমস্যা দূর করতে জাভাতে কালেকশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি যেগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো ।
No comments