Header Ads

C Programming Keyword সি প্রোগ্রামিং কিওয়ার্ড

সি প্রোগ্রামিং কিওয়ার্ড



এই অধ্যায়ে আপনি কীওয়ার্ড(keyword) সম্মন্ধে জানবেন। সি প্রোগ্রামিং এ কীওয়ার্ড হলো সংরক্ষিত(reserved) শব্দ যা সিনট্যাক্স(syntax)-এর অংশ।


সি টোকেন

সি প্রোগ্রামিং ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একককে টোকেন(token) বলা হয়। সি প্রোগ্রামিং এ তিন ধরনের টোকেন আছে এবং সকল প্রোগ্রামেই এই টোকেন-সমূহ ব্যবহৃত হয়ঃ
  1. Keyword
  2. Variable
  3. Constant

অক্ষর সেট(Character set)

সি প্রোগ্রামে ব্যবহৃত বৈধ বর্ণমালা(alphabets), অংক(digits) এবং বিশেষ অক্ষর(special characters)-এর সমাহার-ই হলো অক্ষর সেট।

বর্ণমালা(Alphabets)

বড় হাতের অক্ষর(Uppercase): A B C ................................... X Y Z
ছোট হাতের অক্ষর(Lowercase): a b c ...................................... x y z

অংক(Digits)

0 1 2 3 4 5 6 7 8 9

বিশেষ অক্ষর(Special Characters)

সি প্রোগ্রামিং এ ব্যবহৃত বিশেষ অক্ষরসমূহ
,<>._
();$:
%[]#?
'&{}"
^!*/|
-\~+

হোয়াইট স্পেস ক্যারেক্টার(White space Characters)
খালি স্পেস(blank space), নতুন লাইন(new line), অনুভূমিক ট্যাব(horizontal tab), ক্যারিয়েজ রিটার্ন(carriage return) এবং ফর্ম ফিড( form feed)

সি কীওয়ার্ড(Keyword)

প্রোগ্রামিং এ কীওয়ার্ড হলো পূর্বনির্ধারিত এবং সংরক্ষিত শব্দ যা বিশেষ অর্থ বহন করে। কীওয়ার্ড সিনট্যাক্সের অংশ হওয়ায় এদেরকে আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যায় না। উদাহরণস্বরূপঃ
int age;
এখানে int হলো কীওয়ার্ড যা দ্বারা  'age' কে পূর্ণসংখ্যা(integer) টাইপের ভ্যারিয়েবল(variable) হতে নির্দেশ করছে। 
সি প্রোগ্রামিং কেস-সেনসিটিভ(case-sensitive) হওয়ায় সকল কীওয়ার্ডকে অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এখানে আনসি(ANSI) সমর্থিত সকল কীওয়ার্ড এর তালিকা তুলে ধরা হলোঃ
সি কীওয়ার্ডসমূহ
autodoubleintstruct
breakelselongswitch
caseenumregister typedef
charexternreturnunion
continueforsignedvoid
doifstatic while
defaultgotosizeofvolatile
constfloatshortunsigned

No comments

Powered by Blogger.