Header Ads

Javascript Tutorial জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল

জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল


জাভাস্ক্রিপ্ট

জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব এবং এইচটিএমএল-এর জন্য প্রোগ্রামিং ভাষা।
প্রোগ্রামিংয়ের সাহায্যে আপনি কম্পিউটারকে দিয়ে যা করাতে চান তাই করাতে পারবেন।
জাভাস্ক্রিপ্ট শেখাও অনেক সহজ।
আমাদের এই টিউটোরিয়ালটি আপনাকে জাভাস্ক্রিপ্টের মৌলিক ধারণা থেকে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হতে সাহায্য করবে।
আমাদের প্রতিটি পরিচ্ছেদে আছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড copy করার একটি অপশন দেখতে পাবেন। copy অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।
আপনি আপনার এডিটর ওপেন করে copy করা কোড paste করতে পারবেন। এছাড়া উদাহরণ সেকশনের নিচে উদাহরণের ফলাফলও দেখানো হয়েছে।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta charset="utf-8">
    <title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>

<h3>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</h3>

<p id="test"></p>

<button type="button"
onclick="document.getElementById('test').innerHTML = Math.random()">
০ এবং ১ এর মধ্যবর্তী একটি এলোমেলো সংখ্যা দেখতে ক্লিক করুন</button>

</body>
</html>


ফলাফল





জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন?

ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য তিনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।
জাভাস্ক্রিপ্ট এই ৩টি ল্যাংগুয়েজের মধ্যে অন্যতম যা প্রত্যেক ওয়েব ডেভেলপারের জন্যই জানা আবশ্যকঃ
   ১. এইচটিএমএল ওয়েব পেজের কন্টেন্ট সরবরাহ করে।
   ২. সিএসএস ওয়েব পেজের নকশা তৈরি করে।
   ৩. জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজের কাজের ধারা/আচরণ ঠিক করে।
এই টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল এবং সিএসএসের সাথে কাজ করে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

No comments

Powered by Blogger.