CSS Tutorial সিএসএস টিউটোরিয়াল
সিএসএস টিউটোরিয়াল

সিএসএস একটি প্রোগ্রামিং ভাষা যা এইচটিএমএল ডকুমেন্টকে সুদর্শনীয় করে তোলার জন্য ব্যবহৃত হয়।
একটি এইচটিএমএল এলিমেন্টকে কিভাবে প্রদর্শন করানো হবে তা সিএসএসের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়।
আমাদের প্রতিটি পরিচ্ছেদে রয়েছে অসংখ্য উদাহরণ সেকশন। আপনি উদাহরণ সেকশনে মাউস নিয়ে গেলে উপরের কোণায় কোড
copy করার একটি অপশন দেখতে পাবেন। copy অপশনে মাউস ক্লিক করলে ক্লিপবোর্ডে কোড কপি হবে।
আপনি আপনার এডিটর ওপেন করে
copy করা কোড paste করতে পারবেন। এছাড়া উদাহরণ সেকশনের নিচে উদাহরণের ফলাফলও দেখানো হয়েছে।উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
body {
background-color:lightskyblue;
}
h1 {
color: white;
text-align: center;
}
p {
font-family:Siyam Rupali;
font-size: 20px;
}
</style>
</head>
<body>
<h1>এটি সিএসএস এর প্রথম উদাহরণ</h1>
<p>আমাদের সিএসএস টিউটোরিয়ালে অসংখ্য উদাহরণ রয়েছে।</p>
</body>
</html>

No comments