Header Ads

ফেসবুক ব্যবহারে ‘হঠাৎ’ সমস্যা Courtesy By Prothom Alo


ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যায় পড়ছেন অনেকেই। আজ রোববার বিকেল সাড়ে চারটার পর থেকেই বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক সাইট ও অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েন। যুক্তরাজ্যের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সার্ভারে সমস্যার কারণে ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে।

অনেকে ফেসবুকে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। আজ সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে শুরু করে। হাজারো ফেসবুক ব্যবহারকারী টুইটার প্ল্যাটফর্মে ফেসবুকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করছেন।




বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেওয়ার ওয়েবসাইট `ডাউন ডিটেক্টর' কর্তৃপক্ষ ২ হাজারের বেশি অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে।
ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বড় একটি অংশ। এশিয়ার কিছু অংশেও এ সমস্যা হচ্ছে।
ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর আগে গত মার্চেও ফেসবুককে বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। ১৩ মার্চ থেকে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারিগরি ত্রুটিতে ফেসবুক সেবা ব্যবহার বাধাগ্রস্ত হয়েছিল।

No comments

Powered by Blogger.